সবার প্রিয় ‘তিন গোয়েন্দা’র লেখক রকিব হাসান প্রচণ্ড অসুস্থ। তার চিকিৎসার জন্য সাহায্য চেয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ভ্রমণের যুবরাজ তারেক অণু। ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ১৭ মিনিটে তিনি ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে এমন আহ্বান জানান। তারেক অণু লিখেছেন, ‘রকিব হাসান সারাজীবন ধরে আমাদের সাহায্য করে চললেন নানাভাবে। এখন আমাদের সামান্য অর্থের সাহায্য ওনার দরকার। জানতে পারলাম, আমাদের সবার প্রিয় তিন গোয়েন্দার লেখক রকিব হাসান প্রচণ্ড অসুস্থ। খুব দুঃখজনকভাবে উনার শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। চিকিৎসার জন্য ব্যয় হচ্ছে বিপুল পরিমাণ অর্থ। পরিবার ও কাছের কিছু আত্মীয়-স্বজনরা এতদিন খরচ বহন করলেও ইদানীং বিষয়টা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।’ আরও পড়ুননুরা পাগলা আর নুরাল পাগলা আলাদা ব্যক্তিহাসপাতালে বিয়ে নতুন এক ইতিহাস তিনি লিখেছেন,...