যুক্তরাষ্ট্রে শাটডাউন ঘিরে ট্রাম্প শিবিরে উত্তেজনা, শুরু হয়েছে পাল্টাপাল্টি দোষারোপ। শাটডাউনের জেরে ফেডারেল সরকারের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। মার্কিন কংগ্রেসে বাজেট বিল পাস না হওয়ায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে কার্যত অচল হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে ২০১৯ সালের পর এই প্রথম অর্থায়ন সংকটের কারণে লাখো সরকারি কর্মী বাধ্যতামূলক ছুটিতে বা বিনা বেতনে কাজ করতে বাধ্য হচ্ছেন। শাটডাউন দিয়ে সরকারের সম্পূর্ণ অচলাবস্থা নির্দেশ করলেও কিছু জরুরি সেবা চালু রয়েছে। সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ও মেডিকেইডের জন্য অর্থ সরবরাহ বন্ধ হয়নি। তবে বিনা বেতনে কাজ করছেন আকাশপথ কর্মকর্তা, টিএসএ এজেন্ট, জাতীয় আবহাওয়া দপ্তরের কর্মীরা। ভেটেরান স্বাস্থ্যসেবা ও পাসপোর্ট প্রক্রিয়াকরণ চালু থাকলেও জাতীয় উদ্যানের ৪৩০টিরও বেশি সাইট বন্ধ হয়ে গেছে। স্থগিত রয়েছে ক্ষুদ্র ব্যবসা ও বাড়ি ক্রেতাদের জন্য ফেডারেল ঋণ কার্যক্রম। অভিবাসন আদালতের...