হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দেশে আবহমানকাল ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশে ঐতিহ্যগত ধর্মীয় সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্য্য। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। নিরাপত্তা পাওয়ার অধিকারও সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা রুখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। বাণীতে তিনি আরও বলেন, শরতে কাশফুল ও শীতের আভাস দুর্গোৎসবের বার্তা জানান দেয়। উৎসবের ভেতর দিয়েই বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ এবং ভ্রাতৃত্ব পরিস্ফুটিত হয়ে ওঠে। রাষ্ট্র এবং সংবিধানে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিশ্বাসী, অবিশ্বাসী, সংশয়বাদী...