ভূমধ্যসাগরের গিগলিয়ো দ্বীপের উপকূলে ২০১২ সালের ১৩ জানুয়ারি ঘটে এক ভয়াবহ সামুদ্রিক দুর্ঘটনা। ইতালির বিলাসবহুল প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া ৩ হাজার ২০০ যাত্রী ও ১ হাজার ২৩ জন কর্মী নিয়ে চলার সময় পাথরে ধাক্কা খেয়ে ডুবে যায়। প্রাণ হারান ৩২ জন। প্রমোদতরীটির ক্যাপ্টেন ছিলেন ফ্রান্সেস্কো শেটিনো। দুর্ঘটনার দিন তার সঙ্গে ছিলেন বান্ধবী ও সাবেক নৃত্যশিল্পী ডমনিকা সেমোর্টান। বান্ধবীর কাছে নিজের সাহসী ভাবমূর্তি তুলে ধরতে এবং সাবেক বস মারিয়ো পালোম্বোকে শুভেচ্ছা জানাতে জাহাজটিকে নির্ধারিত পথ ছেড়ে দ্বীপের কাছাকাছি নিয়ে আসেন তিনি। যদিও খবর পান যে মারিয়ো তখন দ্বীপে নেই, তবু শেটিনো নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। পাথরে ধাক্কা খাওয়ার পরও যাত্রীদের আশ্বস্ত করতে থাকেন শেটিনো, বলেন— ‘তেমন কোনো অঘটন ঘটেনি।’ অথচ ততক্ষণে জাহাজের অর্ধেক পানিতে তলিয়ে গেছে। শুরুতে উদ্ধার অভিযান চালাতে অস্বীকৃতি...