গত ১৫ দিনে কিডনি বিকল হয়ে মৃত্যু হয়েছে মোট ৬ জন শিশুর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতে মধ্যপ্রদেশের ছিন্দোয়ারা জেলায়। প্রাথমিকভাবে একে সাধারণ মৌসুমি জ্বর মনে করা হলেও তদন্তকারীরা এখন ধারণা করছেন, বিষাক্ত ডাইথিলিন গ্লাইকল মিশ্রিত কাশির সিরাপ সেবনই এই মৃত্যুর কারণ। পরিবারসূত্রে বলা হয়েছে, এই শিশুদের প্রত্যেকের বয়স পাঁচ বছরের নিচে। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, এই শিশুদের দেহে প্রথমে জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গ দেখা দিয়েছিল। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে তিনি সাধারণ কিছু ওষুধ দেন। তার মধ্যে ছিল কাশির সিরাপ। এই সিরাপ সেবনের পর শিশুরা সুস্থ হয়ে ওঠে বলে মনে হয়েছিল। কিন্তু কয়েকদিন পর আচমকা তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। তাদের প্রস্রাব বন্ধ হয়ে যায় এবং কিডনিতে সংক্রমণ ছড়ায়। এরপর তড়িঘড়ি তাদেরকে মহারাষ্ট্রর নাগপুরে চিকিৎসার জন্য নেওয়া হলেও সেখানে...