মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মিরি শহরে বিশেষ অভিযানে এক নিয়োগকর্তাসহ ৩১ জনকে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ (জেআইএম)। সোমবার (২৯ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন হটস্পট এলাকায় তল্লাশি চালানো হয়। সারাওয়াক জেআইএমের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, অপ্স সাপু, অপ্স মাহির, অপ্স বেলাঞ্জা ও অপ্স সেলেরা নামে চারটি সমন্বিত অভিযানে ১৪ জন কর্মকর্তা অংশ নেন এবং পাঁচটি স্থানে একযোগে অভিযান চালানো হয়। এ সময় মোট ৩৯ জনকে পরীক্ষা করে ৩০ জন বিদেশিকে আটক করা হয়, যাদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৫ জন নারী। এর মধ্যে বাংলাদেশি আছেন কিনা তা জানা যায়নি। আটকদের বিরুদ্ধে অবৈধ প্রবেশ, মেয়াদোত্তীর্ণ অবস্থান এবং কর্মসংস্থানের উদ্দেশ্যে ভিজিট পাশের অপব্যবহারসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের মিরি শহরে বিশেষ অভিযানে এক নিয়োগকর্তাসহ ৩১ জনকে...