ইসলামী ব্যাংকে একদিকে চলছে ছাঁটাই, অন্যদিকে বিভিন্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। ব্যাংক কর্তৃপক্ষ বলছে, চাকরি বিধি লঙ্ঘন করায় ২০০ কর্মীকে ছাঁটাইয়ের পাশাপাশি ৫ হাজার কর্মীকে ওএসডি করা হয়েছে। বিগত সরকারের সময় অনিয়ম করে অনেক লোক নিয়োগ দেওয়া হলেও এখন যোগ্যরা টিকে থাকবে বলে জানান কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক বলছে, মেধা যাচাইয়ের নামে কাউকে চাকরিচ্যুত করা অন্যায়। ২০১৭ সালে ইসলামী ব্যাংক জোর করে দখল করে নেয় এস আলম গ্রুপ। অনিয়ম-দুর্নীতি করে শুধু নামে বেনামে ঋণ নেওয়া ও অর্থ পাচার নয়, নিয়োগ দেওয়া হয়েছে হাজার হাজার কর্মী। রাজনৈতিক পট পরিবর্তনের পর ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ হারায় এস আলম গ্রুপ। অবৈধভাবে নিয়োগ দেওয়া কর্মীদের যোগ্যতা ও দক্ষতা মূল্যায়ন পরীক্ষা নেয় ব্যাংক কর্তৃপক্ষ। তবে, সেখানে ২০০ জন শৃঙ্খলা ভঙ্গ করলে তাদের চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে...