যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহুল সমালোচিত বাণিজ্য নীতির পক্ষে মুখ খুলে বলেছেন, শুল্ক আমার প্রিয় শব্দ। তিনি বলেন, “আমি শুল্ক শব্দটি ভালোবাসি। আমরা দ্রুত ধনী হচ্ছি।” বুধবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্প জানান, বহু বছর ধরে বিশ্বের অন্যান্য দেশগুলো যুক্তরাষ্ট্রের দুর্বলতার সুযোগ নিচ্ছিল, কিন্তু তার আরোপিত শুল্ক নীতি বাণিজ্য ক্ষেত্রে ন্যায্যতা ফিরিয়ে এনেছে। কোয়ান্টিকোতে মেরিন কর্পস বেসে বক্তব্য দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি শুল্ক পছন্দ করি। সবচেয়ে সুন্দর শব্দ, যদিও এখন আর আমার তা বলার অনুমতি নেই। শুল্ক আমার প্রিয় শব্দ। আমি শুল্ক শব্দটি ভালোবাসি। আমরা দ্রুত ধনী হচ্ছি। আমাদের সামনে সুপ্রিম কোর্টে একটি বড় মামলা আছে, কিন্তু আমি কল্পনাও করতে পারি না যে আমরা হারব, কারণ অন্যান্য দেশগুলো আমাদের সঙ্গে এমনটাই করে এসেছে।”...