কাঠবিড়ালিদের ছবি তুলে ন্যাশনাল জিওগ্রাফিকের পুরস্কার জিতেছেন বেলজিয়ামের নিকি কোলমন্ট৷ কাঠবিড়ালিদের ছবি তোলা তাকে অতীতের দুঃখজনক অধ্যায় ভুলে থাকতে সহায়তা করে৷ কাঠবিড়ালিদের ছবি তুলেন্যাশনাল জিওগ্রাফিকের পুরস্কার জিতেছেন বেলজিয়ামের নিকি কোলমন্ট৷ রুয়ান্ডায় জন্মগ্রহণ করা নিকি ছোটবেলায় তার মা-বাবাকে হারিয়েছেন৷ চার বছর বয়সে তাকে দত্তক হিসেবে গ্রহণ করার পর থেকে তিনি বেলজিয়ামে থাকছেন৷ কাঠবিড়ালিদের ছবি তোলা তাকে অতীতের দুঃখজনক অধ্যায় ভুলে থাকতে সহায়তা করে৷ অনেকে তাকে ‘দ্য স্কুইরেলম্যান' বা কাঠবিড়ালিমানব বলে ডাকেন৷ To view this video please enable JavaScript, and consider upgrading to a web browser thatsupports HTML5 video নিকি বলেন, ‘‘কাঠবিড়ালিদের সহজাত প্রবৃত্তি দুর্দান্ত৷ তারা বুদ্ধিমান, চালাক৷ সহজে হাল ছাড়ে না৷ তারা অবিচল৷ আর তারা আমাদের মতোই কাজ করতে পারে৷ যেমনটা আমরা জিনিসপত্র তুলতে পারি, জিনিসপত্র ঠেলে দিতে পারি, জিনিসপত্র বহন...