বলিউড সুপারস্টার শাহরুখ খান ২০০৮ সালের পর আবারও ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে উপস্থাপক হিসেবে ফিরছেন তিনি। ৭০তম এডিশন অনুষ্ঠিত হবে ১১ অক্টোবর, গুজরাটের আহমেদাবাদে। এবার শাহরুখ খানের সঙ্গে অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে থাকবেন অভিনেতা মানীশ পল এবং চলচ্চিত্র নির্মাতা করণ জোহর।ফিল্মফেয়ার তাদের ইনস্টাগ্রামে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘সুপারস্টার’, ‘আইকন’, ‘এনিগমা’।শাহরুখ খান এর আগে ২০০৩ ও ২০০৪ সালে সাইফ আলি খান, ২০০৭ সালে করণ জোহরের সঙ্গে এবং ২০০৮ সালে শেষবার সইফ, করণ ও বিদ্যা বালানের সঙ্গে মঞ্চ শেয়ার করেছিলেন।এবার ফিল্মফেয়ার প্রথমবার গুজরাটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। গুজরাট ট্যুরিজম করপোরেশন এবং ওয়ার্ল্ডওয়াইড মিডিয়ার সমঝোতা চুক্তির মাধ্যমে এটি সম্ভব হয়েছে। অনুষ্ঠানটি রাজ্যের চলচ্চিত্র শিল্পে ক্রমবর্ধমান গুরুত্ব তুলে ধরবে বলে ধারণা করা হচ্ছে। ফিল্মফেয়ার তাদের ইনস্টাগ্রামে শাহরুখ খানের একটি ছবি শেয়ার করে ক্যাপশনে...