পারিবারিক সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকেই ইলিয়াস কাঞ্চন শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। কথা বলতে গিয়ে আটকে যেতেন, স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়েছিল। এ অবস্থায় গত ৯ এপ্রিল তাকে ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষা শেষে এমআরআই রিপোর্টে ব্রেনে টিউমার ধরা পড়ে। পরে জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউটের বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, টিউমারটি ব্রেনের গভীরে গুরুত্বপূর্ণ নার্ভের সংযোগস্থলে থাকায় অস্ত্রোপচার ঝুঁকিপূর্ণ হবে। এরপর পারিবারিক সিদ্ধান্তে গত ২৬ এপ্রিল ইলিয়াস কাঞ্চনকে লন্ডনে নেওয়া হয়। সেখানে প্রথমে হারলি স্ট্রিট ক্লিনিকে চিকিৎসা শুরু হয়। তিন মাসের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নের্তৃত্বে তার ব্রেনে অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকরা জানান, পুরো টিউমার অপসারণ সম্ভব নয়। জীবনের ঝুঁকি এড়াতে টিউমারের কেবল...