নিজস্ব প্রতিবেদক : স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার লক্ষ্যে, অক্টোবরের শুরু থেকে সারা দেশে বিক্ষোভ ও ঝটিকা মিছিলের পরিকল্পনা করা হচ্ছে। যদিও এই ধরনের কর্মসসূচি আইনশৃঙ্খলা বাহিনী দ্বারা দমন করার জন্য চেষ্টা করা হচ্ছে, তবুও এই প্রচেষ্টা চলমান রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের পলাতক নেতাদের নেতৃত্বে অক্টোবর মাসকে ঘিরে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে। ঢাকা শহর ও দেশের বিভিন্ন স্থানে প্রায় প্রতিদিন ঝটিকা মিছিল বের করা হচ্ছে। ধর্মীয় সংবেদনশীলতা কাজে লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্তও করা হচ্ছে। ইতোমধ্যেই একাধিক গোয়েন্দা সংস্থা সরকারের উচ্চপর্যায়ে এ বিষয়ে বিভিন্ন ধারণাপত্র ও সতর্কবার্তা দিয়েছে। গোপনীয় তথ্য আদান-প্রদানে পুলিশের সিক্রেট অ্যাপ গ্রুপে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বিতর্কিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ টিভি প্রধান হিসেবে পরিচিতি পেলেও, গাজীপুরের পুলিশ সুপার থাকাকালীন তার বিরুদ্ধে ভয় ও ত্রাস...