ঐশ্বরিয়ার সিগনেচার রুবি লিপস, খোলা চুল ও আত্মবিশ্বাসী হাসি পুরো পরিবেশকে আলোকিত করে তোলে। দর্শকরা উষ্ণতার সঙ্গে তাকে স্বাগত জানান, আর তিনি হাত নেড়ে সাড়া দেন। র্যাম্পে ঐশ্বরিয়ার কয়েক মিনিটের হাঁটার ভিডিও সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে যায় এবং তার পোশাক নিয়ে নানা আলোচনা সৃষ্টি হয়। মানিশ মালহোত্রা জানান, এই কাস্টম শেরওয়ানিটি একটি অনন্য ক্যানভাস, যেখানে বিশেষ করে ১০ ইঞ্চি লম্বা ডায়মন্ড-জড়ানো হাতের ডিজাইন আধুনিক রাজকীয়তার প্রতীক। এটি শক্তি ও সংবেদনশীলতার এক অদ্ভুত মেলবন্ধন তুলে ধরে। শুধু ফ্যাশন নয়, ঐশ্বরিয়ার মানবিক দিকটিও আলোচনায় এসেছে। শো শুরু হওয়ার আগে একজন ভক্তের চোখের পানি拭ে মুছে দিয়ে তাকে জড়িয়ে ধরেন ঐশ্বরিয়া এবং বলেন, “জোরে শ্বাস নিন, হাসুন।” এই হৃদয়স্পর্শী মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রে বসবাসকারী কুইয়ার...