৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫-এর প্রতিপাদ্য হলো: “একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো; সযতেœ তোমায় রাখবো, আগলে।” বিশ্বব্যাপী প্রবীণ জনগোষ্ঠী দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০৫০ সালের মধ্যে প্রতি ছয় জন মানুষের মধ্যে একজনের বয়স হবে ৬৫ বছরের বেশি। বাংলাদেশেও প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা দ্রুত বাড়ছে। বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৮০ লাখ প্রবীণ রয়েছেন, যা মোট জনসংখ্যার প্রায় ১০ শতাংশ। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, আগামী তিন দশকে এ সংখ্যা ৩ কোটিরও বেশি হতে পারে। প্রবীণরা আমাদের জীবনের দিকনির্দেশক। তারা অভিজ্ঞতা, জ্ঞান ও সামাজিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ ধারক। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যার ঝুঁকি বাড়ে। তাই শুধুমাত্র দিবস পালনই যথেষ্ট নয়; তাদের স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক সম্মান নিশ্চিত করা প্রত্যেকের দায়িত্ব। বয়সের সঙ্গে শরীর...