গাজায় চলমান যুদ্ধ, দুর্ভিক্ষ ও দখলদারিত্ব শেষ জমানার কিছু লক্ষণকে স্মরণ করিয়ে দেয় বলে মন্তব্য করেছেন ইরানের ইমাম মাহদি বিষয়ক বিশেষজ্ঞ হুজ্জাতুল ইসলাম ইউসুফী রস্তগু। তবে তিনি স্পষ্ট করে বলেন, ইমাম মাহদির (আ.) আবির্ভাব তখনই ঘটবে যখন পুরো বিশ্ব দুর্নীতি ও অন্ধকারে নিমজ্জিত হবে। ইরানের গণমাধ্যম পার্স টুডে জানায়, সম্প্রতি ‘ইকনা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ইউসুফী রস্তগু বলেন, ‘গাজায় ইসরাইলের দখলদারিত্ব, বেসামরিক মানুষের হত্যা, ঘরবাড়ি ধ্বংস এবং খাদ্য অবরোধের ফলে সৃষ্ট দুর্ভিক্ষ স্পষ্টভাবে তাদের দমন-নীতি ও আধিপত্যের উদাহরণ।’ তিনি আরও বলেন, ‘যদিও গাজার অনেক পরিস্থিতি শেষ জমানার বৈশিষ্ট্যের সঙ্গে মিলে যায়, তবে বর্ণনাগুলোতে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইমাম মাহদির আবির্ভাবের সময় পুরো বিশ্ব চরম অন্যায় ও দুর্নীতিতে নিমজ্জিত থাকবে। তাই গাজার ঘটনাবলীকে তাঁর আগমনের প্রস্তুতিমূলক ধাপ বলা যেতে পারে, কিন্তু এর...