ভূমধ্যসাগরের গিগলিয়ো দ্বীপের উপকূলে ২০১২ সালের ১৩ জানুয়ারি ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। ৩ হাজার ২০০ যাত্রী ও ১ হাজার ২৩ কর্মী নিয়ে চলা ইতালির প্রমোদতরী কোস্টা কনকর্ডিয়া ধাক্কা খায় পাথরে। মুহূর্তেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, প্রাণ হারান ৩২ জন। প্রমোদতরীটির ক্যাপ্টেন ছিলেন ফ্রান্সেস্কো শেটিনো। সেদিন তার সঙ্গে ছিলেন তার বান্ধবী ও সাবেক নৃত্যশিল্পী ডমনিকা সেমোর্টান। বান্ধবীকে প্রভাবিত করতে এবং সাবেক বস মারিয়ো পালোম্বোকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতে পরিকল্পনা করেন শেটিনো। যদিও তখন মারিয়ো দ্বীপে ছিলেন না, খবর পাওয়ার পরও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি। বরং নির্ধারিত পথ ছেড়ে জাহাজকে দ্বীপের একেবারে কাছাকাছি নিয়ে যান। সমস্যা আরও জটিল হয় যখন শেটিনো নিজের চশমা ভুলে আসায় সহকারীর নির্দেশনায় জাহাজ চালাচ্ছিলেন। কিন্তু সেই সহকারীও ছিলেন অনভিজ্ঞ। হঠাৎ করেই বিকট শব্দে কেঁপে ওঠে...