'গণিত হোক আনন্দের’ স্লোগানে ২৬ সেপ্টেম্বর ২০২৫ বেসরকারি সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে (এসইউ) অনুষ্ঠিত হয়ে গেল বাংলার ম্যাথ টিম চ্যাম্পিয়নশিপ ২০২৫। দেশের বিভিন্ন এলাকার ৬০০ এর অধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় জুনিয়র, ইন্টারমিডিয়েট ও অ্যাডভান্সড ক্যাটাগরিতে মোট ১৫০ জন বিজয়ী হয়েছেন। টিম রাউন্ডে জুনিয়র ক্যাটাগরিতে ৭টি দল, ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে ১১টি দল এবং অ্যাডভান্সড ক্যাটাগরিতে ৪টি দল বিজয়ী হয়। এছাড়াও তিনটি ক্যাটাগরিতে মোট ১৩৫ জন শিক্ষার্থীকে ফলাফলের ভিত্তিতে মেরিট আওয়ার্ডে ভূষিত করা হয়। উল্লেখ্য যে, বিএমটিসি-২০২৫ এর জাতীয় পর্যায়ে প্রফেসর জামাল নজরুল ইসলাম এর স্মরণে দেয়া হয়েছিলো ‘জামাল নজরুল ইসলাম মেমোরিয়াল অ্যাওয়ার্ড ফর বেস্ট টিম অব বিএমটিসি-২০২৫’ পুরষ্কার। জুনিয়র লেভেল থেকে ‘সিগমা কিউব’ দলের সদস্যরা সর্বোচ্চ নম্বর পেয়ে এ পুরষ্কার অর্জন করে। সমাপনী অনুষ্ঠানে প্রফেসর জামাল নজরুল ইসলাম স্যারের বর্ণাঢ্য শিক্ষাজীবন...