ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজের অধিকারকর্মীদের আপোসের আহ্বান জানিয়েছে ইতালি ও গ্রিস। দেশদুটি জাহাজে থাকা ত্রাণ চার্চের কাছে হস্তান্তরের অনুরোধ করেছে। ত্রাণ হস্তান্তর করলে চার্চ এগুলো গাজায় পৌঁছে দেবে বলে জানিয়েছে দেশ দুটি। তবে তাদের এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন অধিকারকর্মীরা। তারা বলেছেন, ইসরায়েল গাজায় যে অবৈধ নৌ অবরোধ আরোপ করে রেখেছে সেটি ভাঙাই তাদের অন্যতম মূল উদ্দেশ্য। বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি সরকারের প্রতি গ্রিস ও ইতালি আহ্বান জানিয়েছে, এই নৌবহরে থাকা ব্যক্তিদের জন্য কোনো ধরনের ক্ষতি না করা হয়। যৌথ বিবৃতিতে দেশ দুটি বলেছে, “আমরা ইসরায়েলকে ফ্লোটিলার অংশগ্রহণকারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি। এছাড়া তারা যেন কনস্যুলার নিরাপত্তা পান সেটি নিশ্চিতের অনুরোধ করছি।” অপরদিকে ইসরায়েলের সঙ্গে সরাসরি দ্বন্দ্ব এড়িয়ে ত্রাণগুলো ক্যাথলিক চার্চের কাছে হস্তান্তরের আহ্বান...