নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট, নিম্নমানের খাবার এবং ছারপোকা সমস্যা সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। ডাকসু (DUCSU) ও হল সংসদের নেতৃত্ব শিক্ষার্থীদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে একটি ৪ জনের কক্ষে ৮ জন শিক্ষার্থীকে গাদাগাদি করে থাকতে হয়। এর ফলে শিক্ষার্থীদের ঘুমাতে অনেক কষ্ট হয় এবং তারা প্রায়ই বিছানা থেকে পড়ে যাওয়ার অভিযোগ করেন। শিক্ষার্থীরা জানান, তাদের কক্ষে ছারপোকার উপদ্রব এতটাই বেশি যে তারা ঠিকমতো ঘুমাতে পারেন না।বিশেষজ্ঞরা বলছেন যে, ছারপোকা দমনের জন্য হল কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে হবে এবং শিক্ষার্থীরা যেন পর্যাপ্ত জায়গা পায়, সেদিকেও নজর রাখা জরুরি। শিক্ষার্থীরা হলের খাবার নিয়েও অসন্তুষ্ট। তারা অভিযোগ করেন যে, খাবারের মান খুবই নিম্নমানের এবং তেলাপোকার পা ও অন্যান্য পোকামাকড় পাওয়া...