‘ধূমকেতু’র মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমার পর এবার ‘রঘু ডাকাত’ রূপে ধরা দিয়েছেন টালিউড সুপারস্টার দেব। শারদীয়ার উৎসবে বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে সিনেমাটি। ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর দুর্গাপূজায় মুক্তি পাওয়া এ ছবির সাফল্য নিয়ে সিনে-সমালোচকরা আশাবাদী থাকলেও প্রত্যাশার তুলনায় প্রায় দ্বিগুণ আয় করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে বক্স অফিসে।ছয় দিনে সিনেমাটি নিজেদের ঘরে তুলেছে ৩.৮৬ কোটি রুপি। পিরিয়ডিক ড্রামা ঘরানার ব্যবসার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী। গত ৩০ সেপ্টেম্বর মহাষ্ঠমীর দিনে সিনেমাটি বক্স অফিসে আয় করে প্রায় এক কোটি ৭ লাখ রুপি, যা মুক্তির পর একদিনে সর্বোচ্চ।পূজার আবহে সিনেমার আয়ের লড়াই নতুন কিছু নয়। ‘রঘু ডাকাত’ সিনেমার একদিন আগে মুক্তি পাওয়া ‘রক্তবীজ ২’ সিনেমা ঘিরে রাজনৈতিক নেতার সঙ্গে দেবের উত্তপ্ত বাক্যবিনিময় কিংবা প্রেক্ষাগৃহে শো হারানোর অভিযোগ— কোনো কিছুই যেন এ সিনেমায় দেবের...