ইন্দোনেশিয়ায় স্কুল থেকে দেওয়া বিনামূল্যের খাবার খেয়ে চলতি বছর নয় হাজারের বেশি শিশু বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে দেশটির খাদ্য ও ওষুধ সংস্থা বুধবার জানিয়েছে। এই সংখ্যা আগে যা জানা ছিল তার চেয়ে অনেক বেশি। দেশটির আইনপ্রণেতারা স্কুলে দেওয়া খাবারের মান উন্নত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। রয়টার্স জানিয়েছে, খাদ্যে বিষক্রিয়ার এই ঘটনাগুলো জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ানতোর এক হাজার ডলারের এই স্কুলে বিনামূল্যে খাবার দেওয়ার কর্মসূচী স্থগিত করার আহ্বান জানিয়েছে দেশটির স্বাস্থ্য সংস্থাগুলো। কিন্তু প্রাবোও এর পক্ষ নিয়ে বলেছেন, যারা অসুস্থ হয়েছেন তাদের শতকরা হার অত্যন্ত কম। এর আগে দেশটির সরকার জানিয়েছিল, দেশজুড়ে ছয় হাজার শিশু বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল। পার্লামেন্টের এক শুনানিতে ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ সংস্থা জানিয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১০৩টি বিষক্রিয়ার ঘটনায় ৯০৮৯...