আপনার হাতে সঞ্চিত কিছু টাকা আছে, হতে পারে এক লাখ, দুই লাখ বা তারও বেশি। কিন্তু ভাবছেন, কোথায় সেই টাকা রাখলে নিরাপদ থাকবে এবং সময়ের সঙ্গে তার মানও বৃদ্ধি পাবে? আজকের গাইডটি সেই সব মানুষদের জন্য। বর্তমান সময়ে মূল্যস্ফীতি ক্রমেই বাড়ছে। টাকা ঘরে রেখে দিলে তার মান কমতে পারে, তাই বিনিয়োগই একমাত্র পথ। চলুন দেখে নিই, কোন বিনিয়োগ আপনার জন্য সবচেয়ে সুবিধাজনক হতে পারে। ১. স্বল্পমেয়াদি নিরাপদ বিকল্প: ব্যাংকের এমটিডিআরযদি আপনার টাকাটি যে কোনো সময় প্রয়োজন হতে পারে, ব্যাংকের টার্ম ডিপোজিট বা এমটিডিআর (MTDR) সবচেয়ে নিরাপদ বিকল্প। আপনার হাতে যদি এক লাখ টাকা থাকে, তা ব্যাংকের MTDR-এ রাখতে পারেন। নিরাপদ থাকবে, এবং নির্দিষ্ট হারে আয় নিশ্চিত। ২. মধ্যমেয়াদি বিকল্প: সোনায় বিনিয়োগসোনা মূল্যস্ফীতির সঙ্গে মানিয়ে নেয়। ডলারের দাম বাড়লে সাধারণত সোনার...