পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু কাশ্মিরে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পার্লামেন্টে আসনসংখ্যা বাড়ানোর দাবিতে শুরু হওয়া বিক্ষোভ সংঘর্ষে রূপ নিয়েছেন। এতে একজন নিহত এবং অন্তত ১২ জন আহত হয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামি অ্যাকশন কমিটি (জেএজেএএসি)-এর ডাকা শাটডাউন এবং চাকা জ্যাম ধর্মঘটে আজাদ জম্মু ও কাশ্মীর (এজেকে)-এর স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, খাদ্যপণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, ক্রমবর্ধমান বেকারত্ব এবং পার্লামেন্টে আজাদ কাশ্মিরের আসনসংখ্যা বাড়ানোর দাবিতে সোমবার আজাদ কাশ্মিরের রাজধানী মুজাফফরাবাদে হরতাল কর্মসূচি শুরু করে পাকিস্তানি কাশ্মিরভিত্তিক রাজনৈতিক দল জম্মু কাশ্মির জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি (জেএজেএএসি)। পরদিন মঙ্গলবার আওয়ামী অ্যাকশন কমিটির বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেয় হাজারো মানুষ। একই দিন সরকারপন্থি রাজনৈতিক গোষ্ঠী মুসলিম কনফারেন্স তাদের 'আমান মার্চ' (শান্তি...