যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম আংশিকভাবে অচল বা ‘শাটডাউন’-এ পড়েছে। বাজেট বিল নিয়ে ডেমোক্র্যাট ও ক্ষমতাসীন রিপাবলিকানদের সমঝোতায় ব্যর্থতার কারণে বুধবার থেকে এ অবস্থা শুরু হয়। ফলে আবশ্যক নয় এমন বহু সরকারি সেবা বন্ধ হয়ে গেছে এবং লাখো সরকারি কর্মীর বেতন আটকে গেছে। সাধারণত শাটডাউনের সময় কর্মীদের সাময়িক ছুটিতে (ফার্লো) পাঠানো হয় এবং পরে তারা বকেয়া বেতনসহ কাজে ফেরেন। তবে এবারের পরিস্থিতি আরও কঠিন, কারণ ট্রাম্প প্রশাসন স্থায়ীভাবে কর্মী ছাঁটাইয়ের হুমকি দিয়েছে, যা নজিরবিহীন। এতে প্রায় ৯ লাখ ফেডারেল কর্মী কর্মহীন হয়ে পড়তে পারেন। এই অচলাবস্থার মূল ইস্যু হলো স্বাস্থ্যসেবা খাত। ডেমোক্র্যাটরা দাবি করছে, মেডিকেড খাতে বরাদ্দ পুনর্বহাল করতে হবে এবং স্বাস্থ্যবিমা খরচ কমাতে ট্যাক্স ক্রেডিটের মেয়াদ বাড়াতে হবে। রিপাবলিকানরা এ দাবির বিরোধিতা করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের প্রস্তাবকে ‘অযৌক্তিক’ আখ্যা...