কাদের সিদ্দিকী আরও বলেন, আমি সেবক হিসেবে জন্মেছি, আমার কাজ মানুষের সেবা করা। সেখানে জাতপাত, ধর্ম, দলমত কোনো কিছুই নির্ভর করে না। বঙ্গবন্ধুর মাথার ওপর যখন প্রস্রাব করা হয়েছে। তারপর আর আমি কিছু চাই না। আমাকে এখন প্রস্রাব করুক আর গলা কাটুক কিছুই যায় আসে না। আল্লাহ আর রাসুলকে বিশ্বাস করে আমি এতটা পথ চলেছি, আগামীতেও চলব। এর আগে সখীপুর উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অধ্যাপক শফিকুল ইসলাম মন্দিরে প্রবেশ করেন। এর পাঁচ মিনিট পর কাদের সিদ্দিকী বীর উত্তম নেতাকর্মীদের নিয়ে মন্দিরে আসেন। এই সময় উভয় নেতা কুশল বিনিময় করেন। জামায়াতের নেতাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, আমি কয়েক মিনিট কথা বলেই অন্য একটি প্রোগ্রামে চলে যাব। পরে কাদের সিদ্দিকী বক্তব্য দিয়ে নেতাকর্মীদের নিয়ে মন্দির ত্যাগ করেন। সম্পাদক কর্তৃক...