মামলার আসামিরা হলেন- মনীন্দ্র নাথ বিশ্বাস (৫০), ওয়াহিদুজ্জামান (৫২), মো. গোলাম সারওয়ার আজাদ (৫১), মো. তরিকুল ইসলাম ওরফে রিপন ফকির (৪৯), রাজীব সরদার (৩৭) ও উজ্জ্বল কুমার সাধু (৩৮)। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা হিসেবে আরও ৫ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। সিআইডি জানায়, বাংলাদেশের নাগরিকের দ্বারা মার্কিন এক নাগরিক প্রতারিত হলে আমেরিকার গোয়েন্দা সংস্থার বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে সহযোগিতামূলক যোগাযোগের সূত্র ধরে বিপুল এই অর্থ আত্মসাতের বিষয়ে অনুসন্ধান শুরু করে সিআইডি। অনুসন্ধানে উঠে আসে, মার্কিন নাগরিক ডেবোরাহ জন্সটন রামলো ‘ডেবি’র সঙ্গে একটি প্রতারক চক্র বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে সখ্যতা গড়ে তোলে। পরবর্তীতে প্রতারক চক্রটি নিজেদের ‘ড্রাগ ইনফোর্সমেন্ট এজেন্সি’ পরিচয় দিয়ে ২ লাখ ২২ হাজার মার্কিন ডলার (দেশীয় মুদ্রায় প্রায় ২ কোটি ৭০ লাখ ১৬ হাজার ৩৫১ টাকা) আত্মসাৎ করে। অনুসন্ধানে...