একের পর নতুন নতুন খবরের শিরোনাম হচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার পর ৩০ অক্টোবর সন্ধ্যায় জানা গেল আসন্ন ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের উপস্থাপনা করবেন তিনি। এই খবরের রেশ না কাটতেই নতুন খবর। শোবিজ দুনিয়াতে সবাইকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে ধনী তারকা এখন শাহরুখ খান। চলচ্চিত্র জগতে ৩৩ বছর কাজ করার পর তিনি অবশেষে বিলিয়নিয়ার হয়েছেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫ অনুযায়ী, সুপারস্টারের সম্পদের পরিমাণ পৌঁছেছে ১২,৪৯০ কোটি রুপিতে। এর মাধ্যমে তিনি ভারতের সবচেয়ে ধনী তারকা হওয়ার পাশাপাশি বিশ্বের শীর্ষ ধনী তারকা হিসেবেও জায়গা করে নিলেন। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫-এ বলা হয়েছে, ‘৫৯ বছর বয়সী বলিউডের বাদশাহ শাহরুখ খান প্রথমবারের মতো বিলিয়নিয়ার ক্লাবে যোগ দিয়েছেন। তার সম্পদের পরিমাণ ১২,৪৯০ কোটি রুপি। শাহরুখ খান এখন আন্তর্জাতিক তারকাদের থেকেও...