মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মন্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে ক্রেমলিন। রাশিয়াও যুদ্ধের জন্য তার সেনাবাহিনী প্রস্তুত রেখেছে বলে পাল্টা সতর্কতা দিয়েছে। এর আগে পিট হেগসেথ বলেছিলেন, শান্তি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। জবাবে ক্রেমলিন জানিয়েছে, রাশিয়াও তার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার জন্য কাজ করছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার সাংবাদিকদের বলেন, ‘আমরা-ও আমাদের সশস্ত্র বাহিনীকে সম্ভাব্য সব উপায়ে শক্তিশালী করতে চাই, একই সঙ্গে আমরা সকল সমস্যাার সমাধানের জন্য শান্তির প্রতি পূর্ণ সমর্থন রাখছি। এর মধ্যে ইউক্রেন সংকটও রয়েছে। কূটনৈতিক আলোচনা ও রাজনৈতিক সংলাপের মাধ্যমে সমাধান খুঁজতে আমরা উন্মুক্ত।’ এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তার বিবৃতিতে বলেছিলেন, আমার প্রথম প্লাটুনের মূলমন্ত্র ছিল—যারা শান্তি চায় তাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এটি অবশ্যই নতুন কোনো ধারণা নয়। এই ধারণার উৎপত্তি চতুর্থ...