মরক্কোতে তরুণদের নেতৃত্বে চলমান বিক্ষোভ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সহিংস হয়ে ওঠে। এ সময়, দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। দেশে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উন্নতির দাবিতে দেশটিতে চারদিন ধরে আন্দোলন চলছে। টিকটক, ইনস্টাগ্রাম ও ডিসকর্ডের মতো অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ‘জেন-জি ২১২’ নামের একটি অজ্ঞাত গোষ্ঠী আন্দোনলনের ডাক দেয়। বিক্ষোভ চলাকালে দক্ষিণের তিজনিত, ইনজেগানে ও আইত আমিরা, পূর্বাঞ্চলের উজদা এবং রাজধানী রাবাতের কাছের তেমারা শহরে শত শত তরুণ রাস্তায় নেমে নিরাপত্তা বাহিনীর দিকে পাথর নিক্ষেপ করে। আইত আমিরায় আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকটি গাড়ি ভাঙচুর করে উল্টে দেয় এবং একটি ব্যাংকে আগুন ধরিয়ে দেয়। ইনজেগানে স্থানীয় সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মুখোশধারী তরুণরা একটি ব্যাংকে আগুন দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়।...