শেরপুরে জমে উঠেছে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। প্রতিদিন সকাল থেকে রাত অবধি মণ্ডপে মণ্ডপে পূণ্যার্থী-ভক্তদের পাশাপাশি দেখা যাচ্ছে সাধারণ দর্শনার্থীর ভিড়। ১ অক্টোবর বুধবার ছুটির সুবাদে উৎসবের মহানবমীতে সেই ভিড় আরও বেড়েছে। এদিন সকালে দুর্গাদেবীর মহানবমী কল্পারম্ভ ও বিহিত পূজার পাশাপাশি তর্পণে দুর্গার মহাস্নান ও ষোড়শ উপাচারে পূজা করা হয়। পুষ্পার্ঘ নিবেদন শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেয় ভক্তরা। কোন কোন মণ্ডপে করা হয় যজ্ঞের আয়োজন। অন্যদিকে এদিন নবমীর পূজা শেষে পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় ভোগ আরতির পর বৃহস্পতিবার দশমীর মধ্য দিয়ে বিসর্জনের ভাবনায় ভারাক্রান্ত হয়ে উঠতে শুরু করে ভক্তদের হৃদয়। জানা যায়, এবার শেরপুর সদরে ৮১টিসহ জেলায় ১৭২টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হচ্ছে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বিক তত্বাবধান ও নজরদারিতে দুর্গোৎসব নির্বিঘ্ন...