শচীন দেববর্মন, ছিলেন ত্রিপুরা রাজ্যের রাজপুত্র, তেমনি ভারতীয় সঙ্গীতেরও এক রাজপুত্তর। কিন্তু তার গায়ে কোন রাজকীয় পোষাক কখনোই ছিলনা। দামী সুগন্ধির সুবাসও ছিলনা। বরং তিনি পলল মাটির সোঁদা গন্ধ গায়ে মেখে জীবন পার করেছেন। বাংলার রূপালী নদীর ছলাত্ ছলাত্ ঢেউের শব্দ,গাঙের মাঝিমাল্লার গান,বাতাসের শোঁ শোঁ আওয়াজের সুরে সারাজীবন বিমোহিত ছিলেন।আজ ১লা অক্টোবর তার জন্মদিন। তাকে সম্মান এবং সমীহ করে ডাকা হয় শচীন কর্তা।কর্তা শব্দটি বেশ কিছু অর্থ বহন করে। যেমন- স্রষ্টা, নির্মাতা,প্রধানব্যক্তি,অধ্যক্ষ,প্রভু। পরিবারের মুরুব্বিকেও কর্তা সম্বোধন করা হয়। তিনি ঐ সময় গানের প্রধানতম পুরুষ ছিলেন। গায়ক,সুর স্রষ্টা, পৃষ্ঠপোষকতায় নেতৃস্থানীয় ছিলেন। তাই তিনি কর্তা।আবহমান বাংলা গানের হৃদয় থেকে উৎসরিত সুর,ভাব,আবহ তিনি সারা ভারতবর্ষে রোপন করেছেন।কাঁধে ঢোলক নিয়ে গাইলেন " তাকডুম তাকডুম বাজাই বাংলাদেশের ঢোল। আমি সব ভুলে যাই তাও ভুলিনা বাংলা...