লালমনিরহাট শহরের কালীবাড়ী এলাকায় একই আঙিনায় দাঁড়িয়ে আছে শতবর্ষী পুরান বাজার জামে মসজিদ ও কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির। প্রায় দুই শতাব্দী ধরে এখানে হিন্দু ও মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন, যা ধর্মীয় সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।স্থানীয়রা জানান, অষ্টাদশ শতকের মাঝামাঝি কালীবাড়ী কেন্দ্রীয় মন্দির প্রতিষ্ঠিত হয়। পরে উনিশ শতকে মুসলিম ব্যবসায়ীরা নামাজ আদায়ের জন্য একই প্রাঙ্গণে একটি ঘর নির্মাণ করেন, যা পরবর্তীতে রূপ নেয় পুরান বাজার জামে মসজিদে।একই উঠানে দুই ধর্মের উপাসনালয় থাকা সত্ত্বেও কখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরং আজান শুরু হলে মন্দিরের ঢাক-ঢোল ও বাদ্যযন্ত্র থেমে যায়, নামাজ শেষে পুনরায় পূজা-অর্চনা শুরু হয়।স্থানীয় মুসল্লি ইমরান হোসেন রকি বলেন, “জন্মের পর থেকেই এ মসজিদে নামাজ পড়ছি। এখানে ধর্ম নিয়ে কোনো বিরোধ হয়নি কখনো। নামাজ-পূজার...