গজারিয়া উপজেলার গজারিয়া লঞ্চঘাট থেকে উত্তাল মেঘনা নদী ইঞ্জিন নৌকায় (ট্রলার) পাড়ি দিয়ে মুন্সীগঞ্জ জেলা সদরে যাতায়তকারী যাত্রীদের প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নদী উত্তাল মেঘনা নদী পথটি অতিক্রম করতে হয়। সরজমিন বুধবার, (০১ অক্টোবর ২০২৫) দেখা যায়, চলমান বৈরী আবহাওয়ায় ঝুঁকিপূর্ণ উপায়ে অর্ধশতাধিক ট্রলার গজারিয়া লঞ্চঘাট থেকে মেঘনা নদী পাড়ি দিয়ে নারায়নগঞ্জের সোনারগাঁও উপজেলার চিরকিশোরগঞ্জ ঘাট হয়ে মুন্সীগঞ্জ সদরে যাতায়ত করছে। এ সব ট্রলারে নেই যাত্রী নিরাপত্তায় ব্যবহৃত পর্যাপ্ত লাইখ জ্যাকেট, নৌ রুটে নেই প্রয়োজনীয় সংখ্যক বয়া যার কারণে ওই নৌরুট ব্যবহারকারী যাত্রী সাধারন রয়েছেন জীবন ও সম্পদহানীর শংকায়। স্হানীয় কয়েকজন জানান, গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার মানুষ বিভিন্ন কাজের প্রয়োজনে মুন্সীগঞ্জ জেলা সদরে যেতে হলে সড়ক পথে নারায়ণগঞ্জ হয়ে ৩০ থোকে ৩৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছতে হয়। পক্ষান্তরে বিকল্প...