যশোরের মনিরামপুরে বিভিন্ন মন্দিরে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে মন্দির পরিদর্শন, আগত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মন্দির কর্তৃপক্ষকে উপহার বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি মো. মুতাছিম বিল্লাহ।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) তিনি এ উপহার বিতরণ করেন।মুতাছিম বিল্লাহ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে আমরা সব সম্প্রদায়ের লোক মিলেমিশে থাকি। একটি মহল এ পূজাকে কেন্দ্র করে সহিংসতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা সবাই মিলে এ অপচেষ্টা রুখে দেব।তিনি বলেন, এ মনিরামপুরে সব সম্প্রদায়ের লোক বাস করে। আমাদের সবার লক্ষ্য হলো মিলেমিশে মনিরামপুরকে একটি মডেল উপজেলায় রূপান্তর করা। সন্ত্রাসবাদ আমরা সবাই মিলে দূর করব। পুরো বাংলাদেশের মধ্যে মনিরামপুরকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব।বরিশালে ৩০ সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদানএ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী...