বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, জামায়াতে ইসলামী এক সময় বিএনপির সঙ্গে থেকে রাজনৈতিক সুবিধা নিয়েছে এবং মন্ত্রিত্বও পেয়েছিল। এখন সেই জামায়াত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করেছে। সুতরাং সবাইকে চোখ-কান খোলা রেখে সাবধানে থাকতে হবে। বুধবার (১ অক্টোবর) দুপুরে গাজীপুরের টঙ্গী বড়দেওড়া আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে তার সহধর্মিণীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। হাসান উদ্দিন সরকার বলেন, শেখ হাসিনা ভারতে বসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে নানামুখী ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাতে ক্ষমতায় বসতে না পারেন সেজন্য গভীর ষড়যন্ত্র চলছে। হাসিনা ভারতে বসে যতই ষড়যন্ত্র করুক না কেন, বাংলাদেশের মানুষ কখনো আওয়ামী লীগকে আর...