ময়মনসিংহের ভালুকায় সৌদি প্রবাসীর বসতভিটা ও পারিবারিক কবরস্থানের জমি দখলের চেষ্টা এবং ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আনছারুল হক (৪০) বাদী হয়ে ১০ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রাজৈ এলাকার সৌদি প্রবাসী আনছারুল হক দীর্ঘ ২৫ বছর ধরে প্রবাস জীবনযাপন করছেন। দেশে না থাকার সুযোগে স্থানীয় কিছু প্রভাবশালী তার জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে। ছয় মাস আগে তিনি দেশে এসে বসতভিটা ও পারিবারিক কবরস্থানের জমিতে পাকা বাউন্ডারি নির্মাণ শুরু করলে অভিযুক্তরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। গত ২৪ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রবাসীর বাড়িতে প্রবেশ করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং নির্মাণাধীন বাউন্ডারির পিলার ভাঙচুর করে প্রায় এক লাখ...