ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গের বেহালায় একটি দুর্গাপূজা মণ্ডপে এ বছর শিল্পীরা বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী প্রতিবাদের ভাষা। কেবল শিল্পসৌন্দর্য নয়, মণ্ডপজুড়ে উঠে এসেছে যুদ্ধবিরোধী আহ্বান এবং ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার করুণ কাহিনি। বেহালা ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে এ বছরের দুর্গোৎসবের প্রতিপাদ্য হয়েছে গাজায় চলমান বিধ্বংসী রাষ্ট্রীয় সন্ত্রাস ও মানবসৃষ্ট দুর্ভিক্ষ। বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটকে শিল্পের ভাষায় ফুটিয়ে তোলা হয়েছে সর্বজনীন এই পূজামণ্ডপে।স্বাধীন ফিলিস্তিনের পক্ষে বার্তা তুলে ধরা হয়েছে মণ্ডপের প্রতিটি কোণে। পূজা আয়োজকরা জানিয়েছেন, গাজার বর্তমান পরিস্থিতির সঙ্গে বাংলার ১৯৪৩ সালের দুর্ভিক্ষের মিল রয়েছে—যেখানে ব্রিটিশ ঔপনিবেশিক নীতি লক্ষাধিক মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। আজ ঠিক সেইভাবেই ইসরায়েল, মার্কিন সাম্রাজ্যবাদের আশ্রয়ে খাদ্য অবরোধ সৃষ্টি করে ফিলিস্তিনের নিরীহ জনগণকে অনাহারের মুখে ফেলছে।এই মণ্ডপের নকশাকারী শিল্পী রাজনারায়ণ সন্ত্রা বলেন, “যেমন এক সময়ে চিত্তপ্রসাদ ও...