সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তিসহ দুইজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। কারাগারে পাঠানো অপর আসামি হলেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপকমিটির সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কার্যনির্বাহী সংসদের সভাপতি মোজাম্মল হক। উভয়পক্ষের শুনানি নিয়ে বুধবার (১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেন। ৬ দিনের রিমান্ড শেষে বুধবার তাদের আদালতে হাজির করা হয়। পরে হাতে হ্যান্ডকাপ, মাথায় হেলমেট ও বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে চারটার দিকে কাঠগড়ায় তোলা হয়। আদালত চত্বরে এদিন মুক্তি ও মোজাম্মেলের পক্ষে অর্ধ-শতাধিক নেতাকর্মীদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান’ দিতে দেখা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম দুই আসামিকে কারাগারে রাখার আবেদন করেন। আইনজীবী জাহাঙ্গীর আলম ও সোহেল রানা দুই আসামির পক্ষে জামিন শুনানি...