ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন। আবার সমকালীন বিষয় নিয়ে কথা বলেও বহুবার সমালোচিত হয়েছেন স্বস্তিকা। দুর্গাপূজার আনন্দে মেতেছেন স্বস্তিকা মুখার্জি। নবমীতে পূজামণ্ডপে যান এই অভিনেত্রী। পূজামণ্ডপে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন স্বস্তিকা। ক্যাপশনে নবমীতে প্রতিজ্ঞা করার কথাও জানান এই অভিনেত্রী।আরো পড়ুন:‘বৌদি’ শব্দটাকে এখন কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়: স্বস্তিকা‘জেঠু মার্কা লোকজন এসে আমাকে বুড়ি বলবে’ ‘বৌদি’ শব্দটাকে এখন কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার করা হয়: স্বস্তিকা স্বস্তিকা মুখার্জি লেখেন,...