তবে জেলা সদর ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বলবৎ থাকলেও দোকানপাট খোলা থাকবে বলে জানিয়েছেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাসান মারুফ। আট দফা দাবি পূরণের আশ্বাস ও দুর্গাপূজা উপলক্ষে চলমান অবরোধ মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা করে জুম্ম ছাত্র-জনতা। এরপর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি। কয়েকদিনের উত্তেজনার কারণে সাধারণ মানুষের মনে যে ভয় ও উৎকণ্ঠা কাজ করছিল, তা কমতে শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পুরোপুরি শান্ত হলে ধাপে ধাপে ১৪৪ ধারা প্রত্যাহার করা হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের যৌথ টহল অব্যাহত আছে। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট; যেখানে চলছে কড়াকড়ি তল্লাশি। এতে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে। দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়ির শ্রী...