টানা চার দিনের সরকারি ছুটি পেয়ে মঙ্গলবার দুপুর থেকেই ঢাকা ছাড়তে শুরু করেন নগরবাসী, যা পরের দিনও অব্যাহত ছিল। কিন্তু সড়কে বাড়তি যানবাহন, ভারি বৃষ্টি আর মাঝপথে গাড়ি বিকল হয়ে পড়ার মতো নানা কারণে বিভিন্ন মহাসড়কে যানজটে ভুগতে হয় যাত্রীদের। এদিকে পূজার ছুটিতে অনেকে বাড়ির পথ ধরায় বুধবার ঢাকায় ভিড় ছিল অন্যান্য দিনের চেয়ে কম। তবে মঙ্গলবার মধ্যরাত থেকে টানা ছয় ঘণ্টার বৃষ্টিতে জলজটের কারণে ভুগতে হয়েছে নগরবাসীকে। বৃহস্পতিবার দুর্গাপূজা উপলক্ষ্যে সাধারণ ছুটি। এর আগে বুধবার নির্বাহী আদেশে ছুটি দিয়েছে সরকার। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা। চার দিনের এই ছুটি কাটাতে মঙ্গলবার দুপরের পর থেকে ঢাকার বিভিন্ন বাস টার্মিনাল থেকে ঢাকা ছাড়েন যাত্রীরা। বুধবারও অনেকে ঢাকা ছাড়ছেন। ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে...