নতুন পরীক্ষামূলক মডেল উন্মোচন করেছে চীনা এআই স্টার্টআপ ডিপসিক, যা কম খরচে বেশি তথ্য কার্যকরভাবে প্রক্রিয়াজাতের সক্ষমতা রাখে বলে দাবি কোম্পানিটির। এ মডেলে এআইয়ের কর্মসক্ষমতা ও কার্যকারিতা বাড়বে বলে আশা করা হচ্ছে। তবে মডেলের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়ে গিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি। গত বছর কোনো ঘোষণা ছাড়াই নিজেদের প্রথম মডেল ‘আর ১’ বাজারে আনে ডিপসিক। ওই সময় তা সিলিকন ভ্যালিতে ব্যাপক আলোড়ন তুলেছিল। মডেলটি প্রমাণ করেছে, তুলনামূলক কম শক্তিশালী চিপ ও সীমিত অর্থ ব্যবহার করেও দ্রুত লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম’কে প্রশিক্ষণ দেওয়া সম্ভব। এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ‘হাগিং ফেইস’-এর পোস্ট অনুসারে, সোমবার নিজেদের বর্তমান ‘ডিপসিক-ভি৩.১-টার্মিনাস’ মডেলের এক পরীক্ষামূলক সংস্করণ উন্মোচন করেছে ডিপসিক, যার নাম ‘ডিপসিক-ভি৩.২-এক্সপ্রেস’। এআই সিস্টেমের সক্ষমতা আরও বাড়ানোর লক্ষ্যে মডেলটিকে আরও...