০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম | আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ০৫:৫৪ পিএম অদ্ভুত হাস্যরস আর শ্লেষাত্মক স্যাটায়ার হিসেবে পরিচিত টিম রবিনসন (tim robinson) নতুন এক কমেডি সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। রবিন তার দীর্ঘদিনের সহযোগী জ্যাক কানিনের সঙ্গে যৌথভাবে তৈরি এই সিরিজের নাম দিয়েছে 'দি চেয়ার কোম্পানি'। আগামী ১৩ অক্টোবর সিরিজটি মুক্তি পেতে চলেছে এইচবিও ম্যাক্সে। যা নিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের মাঝে চলছে ব্যাপক আলোচনা। 'আই থিঙ্ক ইউ শুড লিভ'-এর আকাশছোঁয়া সাফল্যের পর রবিনসনের এই নতুন সিরিজ নিয়ে বেশ প্রত্যাশায় রয়েছেন দর্শকরা। 'দি চেয়ার কোম্পানি' সিরিজটি মোট আটটি পর্বের, প্রতি পর্বের সময়কাল ৩০ মিনিট। গল্পের মূল চরিত্র উইলিয়াম রোনাল্ড ট্রসপার, যার ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং টিম রবিনসন। ট্রসপারের সাদামাটা জীবন পুরোপুরি উলটপালট হয়ে যায় কর্মক্ষেত্রে একটি...