সাতক্ষীরায় ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। বুধবার (১ অক্টোবর) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা অভিযান পরিচালনা করে ২০ বোতল ভারতীয় মদসহ প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে। বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির আভিযানে শিশুতলা নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করে । এছাড়া চান্দুরিয়া বিওপির অভিযানে গোয়ালপাড়া মাঠ হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক, তলুইগাছা বিওপির অভিযানে চারাবাড়ি হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, মাদরা বিওপি ৫২ লাখ ৫০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাকডাঙ্গা বিওপির অভিযানে ভাদিয়ালী ও মজুমদার হতে ২ লাখ ২৯ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। এছাড়াও, বৈকারী বিওপির অভিযানে নতুনপাড়া হতে...