বিশ্বের শীর্ষস্থানীয় কম্পিউটার ব্র্যান্ড গিগাবাইট তাদের নতুন প্রজন্মের গেমিং মনিটর গিগাবাইট এমও২৭কিউ২৮জি বাজারে আনার ঘোষণা দিয়েছে। এটি একটি ২৭-ইঞ্চি কিউএইচডি গেমিং মনিটর, যেখানে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক ৪র্থ প্রজন্মের ডব্লিউওএলইডি প্যানেল। উন্নত প্রযুক্তি ও শক্তিশালী ফিচারের সমন্বয়ে মনিটরটি উচ্চ উজ্জ্বলতা, শক্তি সাশ্রয় এবং দারুণ রঙের মান নিশ্চিত করবে। মনিটরটিতে রয়েছে সর্বোচ্চ ২৮০ হার্জ রিফ্রেশ রেট এবং মাত্র ০.০৩ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যা গেমারদের জন্য দেবে মসৃণ ও ঝকঝকে ভিজ্যুয়াল অভিজ্ঞতা। দ্রুতগতির গেম বা কনটেন্টেও এটি অসাধারণ মোশন ক্ল্যারিটি বজায় রাখবে। ফোর-সাইড বর্ডারলেস ডিজাইন মনিটরটিকে দিয়েছে ৯৯% স্ক্রিন-টু-বডি রেশিও। ফলে ব্যবহারকারীরা প্রতিটি ফ্রেমে সম্পূর্ণভাবে মগ্ন থাকতে পারবেন। এলজি ডিসপ্লের সর্বশেষ ৪র্থ প্রজন্মের ডব্লিউওএলইডি প্যানেল (প্রাইমারি আরজিবি ট্যান্ডেম ওএলইডি প্রযুক্তি সহ) ব্যবহারের ফলে মনিটরটি প্রচলিত ওএলইডি মনিটরের তুলনায় সর্বোচ্চ উজ্জ্বলতা, ২০% কম...