গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে ব্যবসায়ীকে মারধর করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পুড়িয়ে ফেলার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা ক্লিনটন বিশ্বাসের (২৫) বিরুদ্ধে। মঙ্গলবার রাত ৪টার দিকে উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মারধরের শিকার ব্যবসায়ী ইমতাজ সুলতান শাওনকে (২৩) কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাওন উপজেলার উত্তরপাড় গ্রামের খাইরুল বাশার নান্নু মিয়ার ছেলে ও সিকিরবাজার এলাকার গ্যাস ব্যবসায়ী। অভিযুক্ত ক্লিনটন বিশ্বাস রামশীল গ্রামের দীপক বিশ্বাসের ছেলে ও রামশীল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। এ ঘটনায় কোটালীপাড়া থানায় অভিযোগ দায়ের কর হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পুড়ে ফেলা মোটরসাইকেল উদ্ধার করেছে। আহত শাওন বলেন, মঙ্গলবার রাতে দুর্গাপূজা উপলক্ষে দুটি মোটরসাইকেলে আমার বন্ধু রসূল ফুকির (১৭), ফোরদৌস ঘরামী (১৮), সোয়াত শেখ (২০), হৃদয় শিকদার (২৪), আখিনুর (২১) কে নিয়ে ঘুরতে বের হই। রাত...