গান থেকে মাঠে—এবার নতুন পরিচয়ে আসিফ আকবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন এই জনপ্রিয় গায়ক। আগামী ৬ অক্টোবর বিসিবি নির্বাচন হলেও তার আগেই পরিচালক হিসেবে নিশ্চিত হয়ে গেলেন আসিফ। কারণ চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মীর হেলাল প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন সংগীতশিল্পী আসিফ আকবর। এদিকে, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকেও একইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন আহসান...