চিকিৎসকদের দেওয়া প্রেসক্রিপশনে হাতের লেখা স্পষ্ট না হওয়া নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা রয়েছে। এ নিয়ে এবার ভারতের পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের সাম্প্রতিক একটি রায় আরও আলোচনার জন্ম দিয়েছে। আদালত বলেছেন, ‘পড়তে পারা যায়–এমন মেডিকেল প্রেসক্রিপশন একটি মৌলিক অধিকার। কারণ এর ফলে মানুষের মৃত্যুও হতে পারে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, আদালতের এই আদেশটি আসে একটি ভিন্ন মামলার প্রেক্ষিতে, যেখানে বিচারপতি জসগুরপ্রীত সিং পুরি একটি ধর্ষণের মামলার শুনানিতে একজন সরকারি ডাক্তারের রিপোর্টকে ‘বোধগম্য নয়’ বলে আখ্যায়িত করেন। তিনি লেখেন, ‘এটি আদালতের বিবেককে নাড়া দিয়েছে, কারণ একটি শব্দ বা অক্ষরও পড়ার মতো নয়।’ বিচারপতি পুরি তাঁর আদেশে উদ্বেগ প্রকাশ করে লেখেন, ‘প্রযুক্তি ও কম্পিউটার যখন সহজে পাওয়া যায়, তখন এটা খুবই দুঃখজনক যে, সরকারি ডাক্তাররা এখনও হাতে প্রেসক্রিপশন লিখছেন। এটি হয়তো কিছু রসায়নবিদ ছাড়া...