ঢাকা:শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।তাদের সুখ শান্তি ও কল্যাণ কামনা করি। ’ তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে আবহমানকাল ধরে প্রতিটি ধর্ম ও সম্প্রদায়ের মানুষ উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যার যার ধর্ম পালন করে আসছে। এটি আমাদের ঐতিহ্যগত ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির সৌন্দর্যের বহিঃপ্রকাশ। শরতের প্রকৃতিতে কাশফুল আর শীতের আভাস এই উৎসবের আগমনী বার্তা বহন করে। উৎসব আসলে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার প্রতীক। ’ তিনি আরও বলেন, ‘দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান- আপনারা নিরাপদে, নিশ্চিন্তে এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সারা দেশে উৎসব...