ময়মনসিংহের গফরগাঁওয়ে চলতি অর্থবছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় কৃষি বিভাগ কৃষি পুণর্বাসন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালানি ও খনিজসম্পদ বিভাগের উপদেষ্টার একান্ত সচিব সাইফুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এন.এম. আব্দুল্লাহ-আল-মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি,উপজেলা কৃষি অফিসার শাকুরা নাম্নী,অতিরিক্ত কৃষি অফিসার সিফাত জামান পনির,উপজেলা কৃষি পুনর্বাসন কমিটির সদস্যবৃন্দ। উপজেলার ৬৬০জন কৃষকের মধ্যে সবজি বীজ ও সার বিতরণ করা হয়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। গফরগাঁও (ময়মনসিংহ) : কৃষকের মাঝে বীজ ও সার...